বিরলে ৭ই মার্চ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
২০২১ সালে ভিক্ষা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ শীর্ষক কর্মসুচি ঘোষনার মাধ্যমে এবার ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে দিনাজপুরের বিরলে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের মুক্তমঞ্চে আলোচন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ, বি, এম রওশন কবীরের নেতৃত্বে গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ চত্বরে মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও এ, বি, এম রওশন কবীরের সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনিসুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ, কে, এম মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম অরু, বিরল ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ সুফিয়া নাহার, পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মঞ্জুরুল হাসান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিদুল ইসলাম, কৃষকলীগের সভাপতি মজিবর রহামন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, ছাত্রলীগের সভাপতি সারওয়ারুল ইসলাম রাসেল প্রমূখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস