বিরল উপজেলা কৃষিতে সমৃদ্ধ একটি উপজেলা। পুরিয়া কৃষি গ্রাম উপজলার কৃষি সমৃদ্ধ গ্রামগুলোরই একটি । গ্রামটি উপজেলা সদর থেকে ২.৫ কি:মি: উত্তর-পূর্ব দিকে অবস্থিত। পুরিয়া গ্রামটি ৫নং বিরল ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড এর অর্ন্তগত। এ গ্রামের মোট লোক সংখ্যা ১১০১ জন। এর অধিকাংশ লোক কৃষির উপর নির্ভরশীল। এই গ্রামে প্রচুর ধানি জমি আছে। এখানে আউশ, আমন, বোর, ইরি ধানের চাষ হয় এছাড়াও এখানে প্রচুর পরিমানে ভূট্টা ও লিচু হয়। এগ্রামের নৈসর্গিক দৃশ্য খবই মনোরম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস