Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 উপজেলা প্রশাসন, বিরল, দিনাজপুরে আপনাকে স্বাগতম!!!!!....                                                 উপজেলা প্রশাসন, বিরল, দিনাজপুরে আপনাকে স্বাগতম!!!!!....                                                 উপজেলা প্রশাসন, বিরল, দিনাজপুরে আপনাকে স্বাগতম!!!!!....


শিরোনাম
বিরল উপজেলার রুপালী বাংলা জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড।
বিস্তারিত

বিরলে রুপালী বাংলা জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ক্ষতি প্রায় ৩০০ কোটি 
আহত ২৫

দিনাজপুরের বিরলের একমাত্র ভারী শিল্প রুপলী বাংলা জুট মিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার বিকাল সোয়া ৩ টার দিকে মুল মিলের ভিতরে আগুনের প্রথম সুত্রপাত ঘটে। দিনাজপুর ফায়ার সার্ভিসসহ ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। 
দিনাজপুরের ৩ টি বোচাগঞ্জর ১ টি এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের দমকল বাহিনীর ৫ টি ইউনিট রাত সাড়ে ৭ টায় এ রির্পোট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে অগিগ্নকান্ডের ঘটনায় নারীসহ ২৫ জন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছে। এদরমধ্যে শ্রমিক লিপু (১৮), জামিনী বালা (৪৫), খালেদা (৩৫), আমেনা (৪০), আপন (২০), মোতাহার (২২), গোলাম মোস্তফা (৪৫), আইয়ুব আলী (২৩), মাজেদা ২৫, রহিমা ৩০, আরজিনা ২৫, কোরবান আলী (১৭) চিকিৎসাধীন রয়েছে। শ্রমিক লিপু (১৮) ও জামিনী বালার (৪৫) অবস্থা আশংকাজনক হওয়ায় দিনাজপুর এম রহিম মেডিককেল কলেজ হাসাপাতালে স্থানন্তর করা হয়েছে। 
মিলের জেনারেল ম্যানেজার হাফিজুর রহমান (জি,এম) বলেন, বিকাল আনুমানিক সোয়া ৩ টার দিকে মিলের ভিতরে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় নারী-পুরুষ ৭০০ শ্রমিক মিলের ভিতরে কাজ করছিল। 
আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে পুরো এলাকায় ছড়িয়ে পড়লে মিলের পিছনের ৪ টি দরজা ভেঙ্গে দিয়ে শ্রমিকদের ভিতর থেকে বের করে নিয়ে আসা হয়।
তার পরেও আগুনে কারোও প্রাণহানী ঘটেছে কিনা সে ব্যাপারে তিনি এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারেননি। 
মিলের সত্বাধীকারী এম, এ লতিফ জানান, আগুনে পুড়ে তার প্রায় ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র পরিচালক আকতার হানিফ খান বলেন, আগুন নিয়ন্ত্রনে ৫ টি ইউনিট কাজ করছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আগুনের সুত্রপাত বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে হতে পারে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসেনি। নিহতের কোন সংবাদ পাওয়া যয়িনি। তবে শ্রমিকদের স্বজনরা মিলের মূল ফটকের সামনে ভিড় করছিল। 
বিরল থানার পরিদর্শক (তদন্ত) আওলাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আগুন নিয়ন্ত্রনে সহায়তা করেন।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ, বি, এম রওশন কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ, কে, এম মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
27/02/2018
আর্কাইভ তারিখ
31/03/2018