সবুজ শ্যামল ছায়ায় ঘেরা দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরল উপজেলায় খেলাধুলা ও বিনোদনের জন্য পর্যাপ্ত সুব্যাবস্থা রয়েছে। শিক্ষা প্রতিঠান, বিভিন্ন সংগঠন আর ব্যাক্তি উদ্যোগে এখানে নিয়মিত খেলাধুলার প্রশিক্ষন দেয়া হয়। যার ফলে এলাকার খেলোযাড়রা যেমন কৃতিত্বের সাথে বিজয়ের গৌরব অর্জন করেন তেমনি ক্রীড়ামোদীরা আনন্দঘন পরিবেশে খেলাধুলা উপভোগ করে থাকেন। বিরল উপজেলায় নিয়মিত বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এখানকার দল উপজেলা থেকে জেলা পর্যায়ে কৃতিত্বের সাথে খেলাধূলায় অংশ নিয়ে থাকে। সম্প্রতি দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা্র আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বঙ্গবন্ধু কাপ আন্ত: উপজেলা ফুটবল টুর্ণামেন্ট ২০১৩ এর চুডান্ত পর্যায়ে বিরল উপজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
খেলাধুলার পাশাপাশি উপজেলায় বিনোদনের পর্যাপ্ত সুব্যবস্থা রয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমী ছাড়াও এখানে বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন রয়েছে। যার মাধ্যমে বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠান ছাড়াও নানা আয়োজনের মধ্য দিয়ে এলাকাবাসীকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার সুযোগ করে দেয়া হয়। এছাড়া এখানে দেশের ঐতিহ্যবাহী কবি গান, সাওতালদের খ্যামটা নাচ ও আদীবাসী সম্প্রদায় নানা ধরণের উতসবের আয়োজন করা হয়ে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS