বিরল উপজেলা শহর থেকে কড়াই বিলের দূরত্ব ১ কি.মি। দিনাজপুর জেলা সদর থেকে বিরল উপজেলা হয়ে সম্পূর্ণ পাকা রাস্তা দিয়ে এখানে আসা যায়। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বহু মানুষ চিত্তবিনোদনের জন্য এখানে আসে। নয়ন জুড়ানো এই কড়াই বিলে দেশি পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় ডিসেম্বর-জানুয়ারি মাসে। এছাড়া ১২ মাসেই পর্যটকরা এখানে আসে। এই কড়াই বিলে রয়েছে বিল, কৃত্রিম হ্রদ, উদ্যান বিভিন্ন গাছগাছালি। পথে যেতে যেতে দেখতে পাবেন বিশাল ক্যানেল। তারপর বিলের পাড় ও বিশাল বিল। এ বিলের পাড় দিয়ে যখন হেঁটে যাবেন তখন দেখতে পাবেন পাড়ের দু'পাশে বিভিন্ন পাতাবাহার গাছ। মনোমুগ্ধকর পরিবেশে নিস্তব্ধ পাড়ি দিয়ে হেঁটে যেতে যেতে মনে পড়বে সেই পুরনো দিনের গান। এই কড়াই বিলে প্রবেশের পর শীতল প্রকৃতির বাতাস মন জুড়িয়ে দেবে। বিলের পরিমাণ ২৮ একর ও বিলের পাড়ের পরিমাণ ১৮ একর। বিলের পাড়ে বিশাল ক্যানেল ও আবাদি জমি রয়েছে। শীত মৌসুমে কড়াই বিলের জল বিদেশি পাখিতে ঢেকে যায়। ১৯৭৪ সালে ১৬ এপ্রিল এটি তৎকালীন সরকার বিরল থানা মুক্তি যোদ্ধাদের রেজিস্ট্রি করে দেয়। রেজিঃ নং-৭৭১। তারা বিরল থানা মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লি. গঠন করে দর্শনীয় স্থান কড়াই বিল প্রকল্প তৈরি করেছেন।
ছবি : কাজিমুদ্দীন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS